পলাশবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর চাঞ্চল্যকর কবুল মন্ডল হত্যা মামলার প্রধান আসামি মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকাল সাড়ে ৯ টায় গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মতিয়ার রহমান পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা এলাকার রুহুল আমিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা এলাকার মতিয়ার রহমানদের সঙ্গে একই এলাকার কবুল মন্ডলের দীর্ঘদিন ধরে বাড়ি-ভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই ঘটনায় গত ৩ অক্টোবর শালিস বৈঠকে কবুল মন্ডল দুই শতক জমি পায় মর্মে স্থানীয়রা রায় দেন।
এর জের ধরে গত ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কবুল মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার হরিতলা বাজার থেকে নিজ বাড়িতে আসছিলেন। পথে পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে করিয়াটা এলাকায় পৌঁছামাত্র আসামিরা পথরোধ করে পূর্ব পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে লাঠি, লোহার রড, হাসুয়া, ছুরি, বল্লম, ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিকভাবে আক্রমণ চালিয়ে কবুল মন্ডলকে রক্তাক্ত কাটা জখম করে।
চিৎকার শুনে স্বজনরা এগিয়ে আসলে তাদের উপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। এই সময় আসামিরা বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদান করে পালিয়ে যায়। এতে কবুল মন্ডল ঘটনাস্থানেই মারা যায়। পরে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। এই ঘটনায় নিহত কবুল মন্ডলের স্ত্রী মোছাঃ ছলেমা বেগম বাদী হয়ে মতিয়ার রহমানকে প্রধান করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে পলাশবাড়ি থানায় হত্যা মামলা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই মামলার প্রেক্ষিতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ছায়াতদন্ত শুরু করে। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টার দিকে গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার অপরাধ স্বীকার করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরোও খবর পড়ুন
কুড়িগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৪ জন যাত্রী। আজ...
হত্যা মামলায় গ্রেফতার হলেন ভাইরাল শ্যামল
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে হত্যা মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আওয়ামী লীগ কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেফতার...
কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষাবর্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা...
পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
শীত ক্রমেই বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। আজ সোমবার সকাল ৯টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।...
ডোমারে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মালবোঝাই ট্রাকের ধাক্কায় সেলিম আহমেদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে নীলফামারী...
খানসামায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দিনাজপুর জেলার খানসামায় ট্রাকের ধাক্কায় সুশীল পাল (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।...