September 24, 2023
রংপুরে কৃষি শ্রমিক হত্যাকান্ডের মামলার এক আসামী গ্রেফতার

রংপুরে কৃষি শ্রমিক হত্যাকান্ডের মামলার এক আসামী গ্রেফতার

Read Time:2 Minute, 13 Second

রংপুর জেলার পীরগাছায় কৃষি শ্রমিক হত্যাকান্ডের মামলার আসামী মোঃ লাভলু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল জেলার মির্জাপুর ছাবর্তা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। মোঃ লাভলু মিয়া পীরগাছা উপজেলার কালিগঞ্জের মজিবর রহমানের পুত্র।

গতকালর‍্যাব শুক্রবার (২৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক মোঃ মাহমুদ বশির আহমেদ।

তিনি জানান, চলতি বছরের গত ১৮ মার্চ পীরগাছা উপজেলার ব্রাহ্মনীকুন্ডার হাজী কৃষি খামারের পার্শ্ববর্তী এলাকায় মোঃ শের আলী (৪৫) নামে একজন কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে গত ১৯ মার্চ পীরগাছা থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় গত ২৯ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও কাঁচপুর উত্তরপাড়া হতে মোঃ আদম আলী (৫৮) এবং গত ৩ জুলাই শ্রী কমল (৪৬) নামে আরও ১ জনকে মিঠাপুকুর থেকে গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব সদস্যরা গত বৃহস্পতিবার টাঙ্গাইল হতে লাভলুকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাভলু মিয়া জানান, টাকার লোভসহ অন্যের প্ররোচনা এবং বিরোধপূর্ণ জমি কেনাকে কেন্দ্র করে মোঃ শের আলীকে অপহরণ করা হয়। এরপর নির্যাতনসহ ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার পেটের নাড়ি-ভূড়ি বের করে হত্যা করেছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
বীরগঞ্জ থেকে ফের কঙ্কাল চুরি Previous post বীরগঞ্জ থেকে ফের কঙ্কাল চুরি
র‍্যাবের অভিযানে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ ১ জন গ্রেফতার Next post র‍্যাবের অভিযানে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ ১ জন গ্রেফতার