January 26, 2025
রংপুরে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Read Time:2 Minute, 54 Second

রংপুরে ক্লুলেস হত্যার আসামি ও বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍‍্যাব।

আজ রবিবার দুপুরে নগরীর হাজীরহাটস্থ র‍‍্যাব-১৩ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক কামরুল হাসান এই তথ্য জানায়।

তিনি জানায়, গতকাল শনিবার গোপন তথ্যের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলার মহিপুর বোয়ালমারী সরকারটারী এলাকার পাকারাস্তায় একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালায় র‍‍্যাব। এতে ট্রাকের বালুর ভেতরে লুকিয়ে রাখা ১৪০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সিরাজগঞ্জ বেলকুচি দেলোয়া কান্দি এলাকার মোঃ চাঁদ মিয়ার ছেলে মোঃ শামীম হোসেন (২৬) ও বগুড়া শেরপুর উপজেলার শিবপুর গ্রামের আহমেদ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করা হয়।

এদিকে গত ৪ জুলাই সকালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের শখের পুল নামক ব্রিজের নিচ থেকে পাথর ব্যবসায়ী শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গতকাল শনিবার (৬ জুলাই) নিহত শাকিলের স্ত্রী সিরাজাম মনিরা খানম আটোয়ারী থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে ছায়া তদন্ত শুরু করে র‍‍্যাব। গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে শাকিল হত্যার সঙ্গে সরাসরি জড়িত অপর পাথর ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান সোহেলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুর র‍‍্যাবকে জানায়, ব্যবসায়িক আলোচনার জন্য শাকিলসহ সাইদুর ওই ব্রিজের কাছে যায়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ব্রিজের রেলিংয়ে বসে থাকা শাকিলকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় সাইদুর। এতে ঘটনাস্থানে শাকিল মারা যায়। এই ঘটনায় এলাকাবাসী চিৎকার শুনে এগিয়ে আসে এবং মোটরসাইকেলে করে দুইজনকে ঘটনাস্থান থেকে দ্রুত চলে যেতে দেখে। পৃথক দুইটি অভিযানে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍‍্যাব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দিনাজপুরে ধানখেত থেকে এক সাঁওতাল নারীর লাশ উদ্ধার Previous post বালিয়াডাঙ্গী সীমান্তে গুলিতে মারা যাওয়া লাশ ফেরত দিয়েছে বিএসএফ
কোটা বাতিলের দাবিতে আবারো হাবিপ্রবি শিক্ষার্থীদের অবরোধ Next post কোটা বাতিলের দাবিতে আবারো হাবিপ্রবি শিক্ষার্থীদের অবরোধ