October 8, 2024
দাফনের পর কবর থেকে তোলা হলো মিলনের মরদেহ

কবর থেকে তোলা হলো ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মরদেহ

Read Time:2 Minute, 14 Second

নিহত হওয়ার ৫৪ দিন পর তোলা হলো গত ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ফল ব্যাবসায়ী মেরাজুল ইসলামের মরদেহ।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিউ জুম্মাপাড়া কবরস্থান থেকে আদালতের আদেশে ময়নাতদন্তের জন্য মরদেহটি তোলা হয়।

পরে মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই সময় রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসানসহ সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা এবং পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানায়, জুম্মাপাড়া এলাকার মোঃ শামসুল ইসলামের ছেলে মেরাজুল নিহতের ঘটনায় তার মা মোছাঃ আম্বিয়া খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আদালতের আদেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উঠানো হলো। ময়নাতদন্ত শেষে যথাযথ নিয়মে আবারও তার মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ অবস্থায় মেরাজুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যায়। তবে তখন আইন-শৃঙ্খলা বাহিনীর চাপে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করে তার পরিবার। এই মামলায় মহানগর পুলিশের সদস্য, কর্মকর্তা, সিটি করপোরেশনের ৭ জন কাউন্সিলর, সাবেক মহিলা এমপি নাসিমা জামান ববিসহ স্থানীয় আওয়ামী লীগের মোট ২১ নেতাকে আসামি করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গাইবান্ধার হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে সমাবেশ Previous post গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত দুইজনের মৃত্যু
পঞ্চগড়ে নিখোঁজের দুইদিন পর করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার Next post নিহতের ২ দিন পর জয়ন্তের মরদেহ হস্তান্তর!