September 8, 2024
পীরগঞ্জে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ডিমলায় শ্রমিক লীগ নেতার লাশ উদ্ধার

Read Time:2 Minute, 5 Second

নীলফামারী জেলার ডিমলায় মোঃ রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগষ্ট) উপজেলার বাবুরহাট বকদুলঝুলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোঃ রফিকুল ইসলাম উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে এবং উপজেলা শ্রমিক লীগের সদস্য ছিলেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কে অথবা কারা তাঁকে গলা কেটে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন।’

এলাকাবাসী জানায়, হত্যার শিকার ওই ব্যক্তি ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে ও উপজেলা শ্রমিক লীগ সদস্য ছিলেন। উপজেলা শহরে ঢাকা কোচস্ট্যান্ডে বিভিন্ন দূরপাল্লার বাসের কাউন্টারের ব্যবসার কারণে শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। ঘটনাটি গত সোমবার (৫ আগষ্ট) দিবাগত রাতের কোন এক সময় ঘটতে পারে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ রায়হান বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গাইবান্ধায় সাবেক হুইপ-এমপি-মেয়রদের বিরুদ্ধে মামলা Previous post রংপুরে বিশেষ আদেশে ২০০ জনের মুক্তি দিয়েছে আদালত
বিপ্লবের ফল যেন কেউ 'হাইজ্যাক' না করে জামায়াতের আমির Next post বিপ্লবের ফল যেন কেউ ‘হাইজ্যাক’ না করে জামায়াতের আমির