September 22, 2023
রংপুরে মহানগরীতে এক নারীর রহস্যজনক মৃত্যু

মীরবাগ রেল সেতুর নীচের ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

Read Time:2 Minute, 17 Second

রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ রেল গেটের পূর্বে সাধু লিচু বাগানের কাছে গতকাল বুধবার রেল সেতুর নীচে ডোবা থেকে একজন পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার মীরবাগ রেল গেটের পূর্বে শহীদবাগ ইউনিয়নের সাধু লিচু বাগানের কাছে রেল সেতুর নীচে ডোবার পানিতে আধা বয়সী এক ব্যক্তির লাশ ভাসতে দেখে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা চিৎকার শুরু করেন। নিমিষেই অনেক মানুষের ঢল নামে ওই এলাকায়।

পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে। লোকটির আনুমানিক বয়স হবে ৪৫ বছর। লাশের পড়নে ধুসর কালার প্যান্ট, খয়েরি চেক শার্ট, ঘারে ঝুলানো অফিসিয়াল ব্যাগ ও হাতে হাত ঘড়ি পড়া ছিল। লাশ উদ্ধারের পর তার শরীর থেকে প্রায় ৩ কেজি গাঁজা, ৫,৩০০ নগদ টাকা ও ১টি ছোট ছুরি পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা ধারনা করছেন দূর্বৃত্তরা তাকে হত্যা করে নির্জন রেল সেতুর নীচে ডোবার পানিতে ফেলে দেয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা জায়নি, ময়না তদন্ত রিপোর্ট আসার পর কারণ বুঝা যাবে। লাশের পরিচয় পাওয়া গেছে সে লালমনিরহাট জেলা সদরের মাষ্টার পাড়া এলাকার মুন্সি খালেকুজ্জামান এর ছেলে মুন্সি আতিকুজ্জামান। লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
বির‌লে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু Previous post কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
রংপুরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১০ জন Next post রংপুরে গত একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১১ জন