January 26, 2025
হাতীবান্ধায় জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১১ জন আহত

কিশোরগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত

Read Time:2 Minute, 56 Second

নীলফামারী জেলার কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেশবা গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ ইউপির সদস্য মোঃ রফিকুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই মমিনুরসহ অপর ভাইদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধকৃত জমিতে বৃহস্পতিবার দুপুরে মমিনুরসহ অপর ভাইয়েরা গিয়ে গাছ রোপণ করে বাড়িতে আসে। খবর পেয়ে মোঃ রফিকুল ইসলাম তাদেরকে বিরোধকৃত জমিতে গাছ রোপণের বিষয়ে কথা বলতে গেলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের মোট ১৪ জন আহত হয়।

আহতরা হলেন, মৃত আক্কাস আলীর ছেলে ময়নুদ্দিন (৭০), গোলজার আলীর ছেলে মোঃ সফিকুল ইসলাম (৪৮), আব্দুস সাত্তারের ছেলে জামিনুর (৩৫), মমিনুর (৩৯), সেকেন্দার (৪৫), গোলাম রব্বানী (২৯), মোঃ ফজলে মিয়ার ছেলে মোঃ হামিদুল (৪৬), দিলদার হোসেন (৩৫), মোঃ মিলন মিয়া (২৬) একরামুল হকের ছেলে মোঃ যাদু মিয়া (২১), ফজলে রহমানের ছেলে মোঃ মোকছেদুল হক (২৯), আব্দুল গফুরের ছেলে সহিদার রহমান (৫০), সাহাব উদ্দিনের স্ত্রী মোছাঃ আলেফজন বেগম (৬০), দুখা মামুদের স্ত্রী মোছাঃ সাহিদা বেগম (৫৫)।

আহতদের সবার বাড়ি কেশবা গ্রামে। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মহিমা রঞ্জন বলেন, আহতদের ১৩ জনের জখম গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। আহতরা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ডিমলায় বিদ্যুতায়িত বোনকে রক্ষা করতে গিয়ে ভাইয়েরও মৃত্যু Previous post কালীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু
গাইবান্ধায় নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা Next post পঞ্চগড়ে বিআরটিএর অভিযানে ৪৩,০০০ টাকা জরিমানা