October 8, 2024
জমি দখলের অভিযোগ কিশোরগঞ্জের জাতীয় পাটির সভাপতির বিরুদ্ধে

জমি দখলের অভিযোগ কিশোরগঞ্জের জাতীয় পাটির সভাপতির বিরুদ্ধে

Read Time:3 Minute, 6 Second

জমি দখলের অভিযোগ করেছেন নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলামের বিরুদ্ধে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন উপজেলা শহরের ব্যবসায়ী মোঃ রিপন মিয়া। তিনি ওই উপজেলার উত্তর দুরাকুটি গ্রামের মৃত আবুজার রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে, উপজেলা জাতীয় পাটির চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলামের সাথে আমার সুসম্পর্ক ছিল। আমার চাচার সাথে রাজনীতি করায় তাঁকে (রশিদুল) আমি চাচা বলে মানি। গত উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর বড় ছেলে রাশেদুজ্জামান মিল্টন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় টাকার প্রয়োজনে উপজেলার মাগুড়া চেকপোস্ট এলাকায় ২০ লক্ষ টাকায় ৯ শতাংশ জমি বিক্রি করেন আমার কাছে। সে সময়ে ওই জমি মোঃ রশিদুল ইসলাম আমাকে জমির দখল বুঝিয়ে দিয়ে রেজিস্ট্রি করে দেয়। এরপর আমি খাজনা খারিজ করে নেই। আমার ভোগদলে থাকা ওই জমি গত ৩১ আগষ্ট প্রভাব খাটিয়ে নিজ দখলে নেন। ওই জমিতে না যাওয়ার জন্য তিনি আমাকে বিভন্ন ধরণের হুমকী ও ভয়ভীতি প্রদর্শণ করছেন এবং আমার নামে নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি একজন নিরিহ মানুষ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর এমন অবৈধ অপচেষ্টার তীব্র নিন্দাসহ বিচার দাবি করছি।

এই সময় উত্তর দুরাকুটি গ্রামের এমদাদুল হক, রাজীব গ্রামের হোসেন আলী, মধ্য বাজিতপাড়া গ্রামের আসাদুজ্জামান জুয়েল, কলেজপাড়া গ্রামের ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন ।

অভিযোগ অস্বীকার করে উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ রশিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই জমি রেজিস্ট্রি করার আগে সীমানা পিলার স্থাপন করে দখল বুঝিয়ে দিয়েছি। এখন সে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। কারণ সে সুদের ব্যবসা করে। সুদের ব্যবসায় অস্বাভাবিক টাকার দাবি করে এলাকার অনেক মানুষকে বিপদে ফেলেছে। আমি এসবের প্রতিবাদ করেছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
শুরু হয়েছে লালমনিরহাট জেলা ইজতেমা Previous post আমিন আমিন ধ্বনিতে শেষ হয়েছে দিনাজপুরে ইজতেমা
তেঁতুলিয়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ! Next post তেঁতুলিয়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ!