July 17, 2024
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে নারী ও শিশুর মৃত্যু

সাপে কামড়ালে কি করবেন?

Read Time:2 Minute, 1 Second

সাপে কামড়ানোর উপদ্রবটি বর্তমানে বেশ বেড়েছে। অনেকে এ সময় আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বুঝতেই পারেন না এ ক্ষেত্রে তাদের কি করার রয়েছে।

সাপ কামড়ালে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এই সময় ভয় থাকলেও ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে।

সাপের দংশনের শিকার হলে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শ অনুযায়ী যা করণীয় সেগুলো হলো-

যা করতে হবেঃ

★ শান্ত থাকুন ও অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।

★ শরীরের যে জায়গায় সাপ কামড়েছে সেটি যতটা কম সম্ভব নড়াচড়া করুন। ঘড়ি অথবা অলঙ্কার পড়ে থাকলে সঙ্গে সঙ্গে তা খুলে ফেলুন।

★ কাপড়ের বাঁধ ঢিলে করুন, তবে খুলবেন না

যা করবেন নাঃ

★ কামড়ের জায়গায় থেকে বিষ চুষে বের করার চেষ্টা করবেন না।

★ কামড়ের জায়গায় আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করে বিষ বের করে আনার চেষ্টা করবেন না।

★ বরফ, তাপ অথবা কোন ধরনের রাসায়নিক কামড়ের জায়গায় প্রয়োগ করা যাবে না।

★ আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া যাবে না।

★ কামড়ের জায়গায় গিঁটের কাছে শক্ত করে বাঁধা। এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না ও আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারে।

★ বিষধর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত। এমনকি মৃত সাপও সাবধানতার সঙ্গে ধরা উচিৎ, কারণ সদ্যমৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে ও তা দংশন করতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
টেকনাফে র‍‍্যাবের অভিযানে দুইজন আটক Previous post গাইবান্ধায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
টেকনাফে ইয়াবাসহ ৩ জন আটক Next post ফুলবাড়ীতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক