October 8, 2024
পঞ্চগড়ে নিখোঁজের দুইদিন পর করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার

নিহতের ২ দিন পর জয়ন্তের মরদেহ হস্তান্তর!

Read Time:3 Minute, 24 Second

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হওয়ার দুই দিন পর ৭ম শ্রেণির ছাত্র জয়ন্ত কুমারের (১৫) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে উপজেলার ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের ৩৯৩ নম্বর পিলারের কাছে জয়ন্তের মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর থেকে মরদেহ ফেরত দেবে বলে কয়েক দফায় সময়ক্ষেপণ করা হয়। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ তানজীর আহাম্মদ লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

মরদেহ ফেরতের সময় ভারতের পুলিশ ও বিএসএফ এবং বাংলাদেশের পক্ষে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, এসআই শামীম, বিজিবির ধনতলা বিওপির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলমসহ জয়ন্তের ৪ জন স্বজন ও প্রতিবেশী ছিলেন। মরদেহ ফেরতের পরপরই রাত ২টা ৩০ মিনিটের সময় জয়ন্তের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

গত সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় সময় ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের ৩৯৩ নম্বর পিলার এলাকা দিয়ে জয়ন্ত কুমার ও তার বাবা মহাদেব চন্দ্র (৪৩) এবং প্রতিবেশী দরবার হোসেনসহ (৫০) আরও ১৫-২০ জন অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতের ডিঙ্গাপাড়া বিএসএফর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এই সময় গুলিতে ঘটনাস্থানেই নিহত হয় জয়ন্ত কুমার। তার বাবা মহাদেব ও প্রতিবেশী দরবার হোসেন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসে। পরে সোমবার সকালে জয়ন্তের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

নিহত জয়ন্ত কুমার উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের বাসিন্দা ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

ঘটনার পর সোমবার ও মঙ্গলবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যকার কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন পর্যায়ে কমান্ডারদের ৪টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ তানজীর আহাম্মদ সোমবার সন্ধ্যায় জানিয়েছিলেন, পতাকা বৈঠকে বিএসএফকে বলা হয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে পাল্টা জবাব দিবে বিজিবি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দাফনের পর কবর থেকে তোলা হলো মিলনের মরদেহ Previous post কবর থেকে তোলা হলো ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মরদেহ
গোবিন্দগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন Next post চিলমারীতে বৃদ্ধাকে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন