পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি মধ্যবয়সী যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী গ্রামের আব্দুল রফিক মিয়ার ছেলে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক আজ (শুক্রবার) রাতে ভারতে গরু আনতে যায়। ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতর বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এই সময় বিএসএফ গুলি চালালে নিহত হয় আনোয়ার। চোরাচালানের দুইটি গরুও জব্দ করে বিএসএফ।
অন্যদিকে বিজিবি সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি করে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। পরে দুপুরে মোমিনপাড়া সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ অংশে বিজিবি-পুলিশ যৌথভাবে আনোয়ারের লাশ নিয়ে আসে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গুলিতে নিহত আনোয়ারের লাশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো বদরুদ্দোজা জানান, সীমান্তের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সীমান্ত হত্যা প্রতিরোধকল্পে বিজিবির টহল কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।
আরোও খবর পড়ুন
ঘন কুয়াশা ও ঠান্ডায় নীলফামারীতে জনজীবন বিপর্যস্ত
ঘন কুয়াশা আর কনকনে শীত জনজীবন বিপর্যস্ত করে তুলেছে নীলফামারীতে। সারাদিন সূর্যের মুখ দেখা না যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছে...
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস!
পৌষের মাঝামাঝি সময়ে কুয়াশা ও হিমেল বাতাসে তেঁতুলিয়ায় বেড়েছে শীতের মাত্রা। বছরের শুরুর দিনেই কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের হিমালয় অঞ্চলের...
পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলনকে গ্রেপ্তার
রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে...
ডিমলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দুইজন গ্রেপ্তার
নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু ও মেহেদি হাসান সিয়াম নামের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ...
সাদুল্লাপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর-আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল্যাহিল কবীর ফারুককে...
আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে...