ঢাকাঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয় যা কাকরাইল মোড় হয়ে মালিবাগ মোড় পর্যন্ত র্যালিটি বিস্তৃত ছিল। বিএনপি প্রায় ঘণ্টাব্যাপী
র্যালি নিয়ে শোডাউন দিয়ে থাকে।
বুধবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে দলের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়, শান্তিনগর হয়ে মালিবাগ মোড় ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়। এই র্যালিতে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অনেক সিনিয়র নেতারা।
র্যালিতে অনেক নেতাকর্মীদের ঢল নামে। ফকিরাপুল থেকে নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল মোড়, শান্তিনগর ও মালিবাগ মোড় পুরো এলাকার রাস্তা জুরে মানুষের সমাহার ।
র্যালি দেখে মনে হয় গণমিছিলেরই আবহ নেয় স্বাধীনতার দিবসের এই র্যালি।
এ সময় র্যালিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় দলটির নেতাকর্মীরা।
নেতাকর্মীরা স্লোগানে বলে,
‘স্বাধীনতার এই দিনে/জিয়া তোমায় মনে পড়ে’, ‘আমার নেত্রী আমার মা/বন্দি হতে দেব না’, ‘স্বৈরাচার নিপাত যাক/গণতন্ত্র মুক্তি পাক’, ‘বন্দি আছে আমার মা/ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন/বন্ধ করা যাবে না’,
এমনি বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে নেতাকর্মীরা ।
র্যালি শুরু হলে সড়কের দু’পাশে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে কখনো করতালি দিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে দেখা যায়।
আরসিএন২৪বিডি/ সময়: ১৭৫২ঘণ্টা, ২৭ মার্চ ,২০১৯