রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশা চালকসহ ৪ জন নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার অন্নদানগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘দুপুর ১টার দিকে কাউনিয়া থেকে ট্রেনের একটি ইঞ্জিন পীরগাছা যাওয়ার সময় আনন্দনগর রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ২ জন নিহত হন। আহত অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজন মারা যান।’
এ দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কিনা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরসিএন ২৪ বিডিডটকম / ৩০ মার্চ ২০২০
অনলাইন আপডেট : ৫: ৫৮ পিএম