ঠাকুরগাঁও সদর উপজেলার বাদিয়া মার্কেট এলাকায় একটি রাইস্ মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন শিশু ও নারীসহ ৯ জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত শ্রমিক সোলায়মান আলীর (৪০) বাড়ি রাজাগাঁও গ্রামে।
আহতরা হলেন, মিল মালিক রুহুল আমীন (৬০), মমতাজ (৪২), বাদল (২৮), জহুরুল (৪৫), আরিফ (৮), আরফিনা (১৫), নৃপেন চন্দ্র রায়(২৮), তুলসি বর্মন (২৯) ও লাকী বেগম (৪০)। এরা সবাই চাতাল শ্রমিক ।
আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল ইসলাম চপল বলেন আহতরা শঙ্কা মুক্ত।
রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সদর থানার ওসি (তদন্ত) গোলাম মতুর্জা বলেন , ব্রয়লার বিস্ফোরণে হতাহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে। সোলায়মানের মরদেহ উদ্ধার করার পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরসিএন ২৪ বিডি ডটকম / ১৬ ফেব্রুয়ারি ২০২০
আপডেট সময় : ০২:৪৮ পিএম