রংপুর : দেশে যখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে আর এ সময় করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর
অভিযোগে ৫ জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নগরের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ।
তিনি জানান, শুক্রবার (০৩ এপ্রিল) রাতে রংপুর নগরীর জিএলরায় রোড থেকে একজন ও গাইবান্ধা থেকে চারজনকে আটক করা হয়।
আটকৃতরা মিথ্যা পোস্ট করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে , এতে সাধারণ মানুষরা বেশি করে আতঙ্ক পড়েছে।
তারা হলেন, আসিক সরদার (২০), আকতারুজ্জামান (২৪), আকিবুজ্জামান অংকন (২০), তানজিলুর রহমান তামিস (২৩) ও সমির ঘোষ দিপ্ত (২৩)।
আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরসিএন ২৪ বিডিডটকম / ৪ এপ্রিল ২০২০
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু