রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আব্দুল কাইয়ুম (৩০) নামে এক কর্মচারীকে শিশু চুরির ঘটনায় আটক করেছে পুলিশ।
বুধবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের গাইনি বিভাগ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটম্যান আব্দুল কাইয়ুমকে আটক করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায় -নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাড়িরঝাড়া গ্রামের পরশ চন্দ্রের স্ত্রী সুধারানী মঙ্গলবার সন্তান জন্ম দেয়ার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নং প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। পরে রাতে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়।
আত্মীয় স্বজন সূত্রে জানা যায় – বুধবার (১০ অক্টোবর) সকালে নবজাতককে নিয়ে আত্মীয় স্বজনরা বারান্দায় এলে একজন অজ্ঞাত মহিলা শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। এক পর্যায়ে মহিলাটি বাচ্চাটিকে নিয়ে উধাও হয়ে যায়।
পরে পরশ চন্দ্র তার আত্মীয় স্বজন বিষয়টি সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালে হাসপাতালের পরিচালক অভিযোগটি কোতয়ালী থানায় নথী ভুক্ত করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে এসে সিসি ক্যমেরার ভিডিও ফুটেজ দেখে ও লিফট অপারেটর কাইয়ুমকে আটক করে।
পুলিশ জানায় , প্রাথমিক ভাবে ভিডিও ফুটেজ ও কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ করে শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
আরসিএন ২৪বিডি.কম