June 2, 2023
বান্দরবানের অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই!

বান্দরবানের অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই!

Read Time:2 Minute, 29 Second

বান্দরবান জেলার থানচি উপজেলার প্রাচীনতম বলি বাজারে আজ বুধবার ২২ মার্চ ভোরে সংঘটিত এক অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বান্দরবান জেলার থানচি থানার ওসি এমদাদুল হক জানান, আজ বুধবার ভোর ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, বিজিবি, পুলিশ এবং সেনা সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বলিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া অং মারমা আমাদের জানান, এই বাজারে বেচা-কেনার পাশাপাশি উৎপাদিত কৃষি পণ্যের আড়তও রয়েছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পযন্ত ধারণা করা যাচ্ছে না।

স্থানীয় ব্যবসায়ীরা বলছে, বাজারের একটি মিনি বেকারী কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস দাবি করছে, তদন্তের আগে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না। বর্তমানে ক্ষতিগ্রস্থদের প্রাথমিক তালিকা তৈরি করা হচ্ছে। ঘটনার পরপরই থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগেও, ২০১৮ সালে বলি বাজারে অনুরূপ এক অগ্নিকাণ্ডে প্রায় একশত নয় টি দোকান ও বসতঘর পুড়ে যায়। এর পাঁচ বছরের মাথায় আবারো আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেলো স্থানীয় ক্ষুদে ব্যবসায়ীরা।

থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর বলেন, ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রাথমিকভাবে সরকারি সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঈদযাত্রায় কত তারিখ থেকে ট্রেনের টিকিট পাওয়া যাবে Previous post শতভাগ টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব
পাকিস্তান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে Next post পাকিস্তান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে