করোনা ভাইরাসে আক্রান্ত দেশ ইতালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ইটালি থেকে আসা ইকে-৫৮২ বিমান দুবাই হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সকাল সাড়ে ৮টায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, থার্মাল স্ক্যানারে স্ক্রিনিংয়ে ইতালিফেরত ১৪২ জন যাত্রীর কারও গায়ে জ্বর ধরা পড়েনি। ইতালি থেকে রওনা হওয়ার আগেও তাদের জ্বর মাপা হয়েছিল। সেখানেও তারা সুস্থ ছিলেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে তাদেরকে আপাতত আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়েছে।
চীনের উহানে শুরু হয় করোনা ভাইরাস যা এখন মহামারীতে রূপ নিয়েছে। এ পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪২ হাজার ৭৮৩ জন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মৃতের সংখ্যা ৫ হাজার ৩৭৪ জন ছাড়িয়েছে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৯২০ জন।
আরসিএন ২৪ বিডি ডট কম / ১৪ মার্চ ২০২০
আপডেট :
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু
- একদিনে ১৬৯৪ জন করোনায় আক্রান্ত
- রংপুরে করোনা পজেটিভ ১৪ জন পাওয়া গেছে একদিনে