দেশে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যা একদিনে ১ হাজার ৫৩২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন । গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৮০৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ৭৩৭ জন।
অন্যদিকে থেমে নেই এই ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা । নতুন করে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জন। যা একদিনে সর্বোচ্চ ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে।করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রবিবার (২৪ মে) দুপুরে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানো হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে সংযুক্ত হয়ে এ স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ হাজার ১০৯ জন।
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু
আরসিএন ২৪ বিডি ডট কম / ২৪ মে ২০২০
অনলাইন আপডেট : ২ :৪৫ পিএম