করোনা সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয় জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে ভাইরাসটিতে ১৪০ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০৯ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে চার হাজার ৯৯৮।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩ হাজার ৩৩৭ জনের পরীক্ষা করা হয়েছে।
আরসিএন ২৪ বিডি ডট কম / ২৫ এপ্রিল ২০২০
অনলাইন আপডেট : ২:৫০ পি এম
সূত্রে : স্বাস্থ্য অধিদফতর