দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬৪ জন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২ টার দিকে নিয়মিত ব্রিফিংয়ে করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর-এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী ২ জন, ৫০-৬০ বছরের ২ জন ও ৪১-৫০ বছর বয়সী ১ জন। মৃতদের মধ্যে ২ জন ঢাকার, অপর ৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।’
ডা. ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় নতুন করে ৪১ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন মহিলা। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জনই ঢাকার বিভিন্ন এলাকার। এছাড়া নারায়ণগঞ্জে ১৫ জন, কুমিল্লায় ১ জন, কেরানীগঞ্জ ১ জন, চট্টগ্রামে ১ জন সনাক্ত হয়েছেন।’
তিনি বলেন, ‘আক্রান্ত ৪১ জনের মধ্যে বয়সের ভিত্তিতে ১০ বছরের নিচে ১ জন, ১১-২০ বছরের মধ্যে ৪ জন, ২১-৩০ বছরের মধ্যে ১০ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৫ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৭ জন ও ষাটোর্ধ্ব বয়সী রয়েছেন ৫ জন।’
আইইডিসিআর পরিচালক বলেন, ‘তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নতুন করে কেউ সুস্থ হয়নি। ফলে সুস্থদের সংখ্যা ৩৩ জনেই রয়েছে।’
প্রসঙ্গত
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
আরসিএন ২৪ বিডি ডট কম / ০৭ এপ্রিল ২০২০
অনলাইন আপডেট : ৩:১৬ পিএম
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু