September 20, 2024
দেশে করোনায় আবারো একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত ৯২ জন

Read Time:2 Minute, 1 Second

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। তবে এই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৯২ জন।

ফলে দেশে করোনা রোগী সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০,৪৩,৫৭৭ জনের। এছাড়া মোট মৃত্যু হয়েছে ২৯,৪৬৪ জনেই রয়েছে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২,৫২৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩.৬৪ শতাংশ। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৯২,৪২২টি। এ পর্যন্ত শনাক্তের হার ১৩.১৯ শতাংশ।

এতে আরো বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় মোট ৪৮ জন সুস্থ হয়েছেন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০,১০,৪২৮ জন। মোট সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ জন আইসোলেশনে এসেছেন এবং ৮ জন আইসোলেশন হতে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫২ হাজার ৬১০ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৪,২৩,২৯৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯,৩১৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ এ দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১ম রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় করোনায় প্রথম ১ জনের মৃত্যু হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুর ডিআইজিসহ পুলিশের মোট ১৬ কর্মকর্তার বদলি Previous post রংপুর ডিআইজিসহ পুলিশের মোট ১৬ কর্মকর্তার বদলি
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু Next post গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু