October 11, 2024
দেশে করোনায় আবারো একজনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭৩ জন

Read Time:2 Minute, 24 Second

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯,৪৬৫ জনের।

এদিন নতুন করে শনাক্ত হয়েছে মোট ৭৩ জন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৪৩,৭৩০ জন।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় মোট ৮৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০,১০,৫৮১ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১,৬০৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৬০৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৯৫,৯৫২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪.৫৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দশ জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ৪ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫২ হাজার ৬২৬ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৪ লাখ ২৩ হাজার ৩০৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন মোট ২৯,৩১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের ১ম রোগী শনাক্ত হয়। এর দশ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে ১ম একজনের মৃত্যু হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মিলন গ্রেফতার Previous post রংপুরে নবজাতকসহ মাকে হত্যা
ইয়াবাসহ র‌্যাবের জালে ধরা পড়লো মাদক চোরাকারবারি Next post ইয়াবাসহ র‌্যাবের জালে ধরা পড়লো মাদক চোরাকারবারি