দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১১২ জন ও মারা গিয়েছে ১ জন
দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত ১১২ জন এই নিয়ে আক্রন্তের সংখ্যা হলো ৩৩০ জন। আজ মারা গিয়েছে ১ জন এ পযন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জন।
আজ (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয় ১০৯৭ জনের।এর মধ্যে করোনা ভাইরাস আক্ৰান্ত রোগী সনাক্ত হয়েছে ১১২ জন। এ পযন্ত মোট করোনা আক্ৰান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩০ জন এবং মৃতের সংখ্যা ২১ জন।
আরসিএন ২৪ বিডি ডটকম / ৯ এপ্রিল ২০২০
আপডেট : ২:৫২ পি এম