গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক চার লেন উন্নতিকরণ কাজ চলছে। এই কাজে নিয়োজিত চার চীনা নাগরিককে বিশেষ নজরদারিতে রেখেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মজিদুল ইসলাম বিষয়টি জানান।
তিনি জানান, গোবিন্দগঞ্জের কাটাখালি বালুয়ার ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন উন্নতিকরণ কাজে নিয়োজিত রয়েছে চারজন চীনা নাগরিক , তারা সম্প্রতি বাংলাদেশে এসেছেন। আর তাদের শরীরে করোনা ভাইরাস আছে কী না তা জানতে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ নিয়মিত পরির্দশন করা হচ্ছে। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসের (জিডিএইচ) কাছে পাঠানো হয়েছে।
আরসিএন ২৪ বিডি ডট কম / মার্চ ১২, ২০২০
অনলাইন আপডেট : ৭: ৫৮ পিএম