September 23, 2023
গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু

Read Time:2 Minute, 37 Second

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে মোট ২৯,৪৬৬ জনের।

এদিন নতুন করে শনাক্ত হয়েছে আরও ১০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা মোট ২০,৪৩,৮৮১ জন।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর হতে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় মোট ৫৯ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লক্ষ ১০,৭১৯ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২,৫০৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৫০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১কোটি ৫৪ লাখ ৯৯,৪৩৭টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪.৩৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১ জন পুরুষ, তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি ময়মনসিংহ বিভাগের সরকারি হাসপাতালে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮ জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে মোট ১০ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫২,৬৪০ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২৩.৩২৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯,৩১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের ১ম রোগী শনাক্ত হয়। এর মাত্র ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম ১জনের মৃত্যু হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু Previous post গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
রংপুরের ৪ জেলার মোট ৫৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা Next post রংপুরের ৪ জেলার মোট ৫৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা