রংপুর: করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব সংক্রমণ রোধে রংপুরের পীরগঞ্জ উপজেলার হাট-বাজারসহ সব হোটেল, রেস্তোরাঁ শুক্রবার (১৮ মার্চ) থেকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম এ মমিনকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিনকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য দেন ইউএনও মমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মো. মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল ও রওশন আরা আলম রীনা, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাসুমুর রহমান মাসুম প্রমুখ।
সভায় বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানসহ সামাজিক অনুষ্ঠানে জনসমাগম ঘটে এমন অনুষ্ঠান পরিহারের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে ইউএনও’র নেতৃত্বে কমিটির সদস্যরা পীরগঞ্জ উপজেলা সদরের সব হাট-বাজার বন্ধ রাখার নির্দেশ দেন।
আরসিএন ২৪ বিডি ডটকম , মার্চ ১৯, ২০২০
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু
- একদিনে ১৬৯৪ জন করোনায় আক্রান্ত
- রংপুরে করোনা পজেটিভ ১৪ জন পাওয়া গেছে একদিনে