বিশ্বজুড়ে করোনার ধাক্কা। কেড়ে নিচ্ছে প্রাণ। কর্মহীন করছে মানুষদের। অভুক্ত খেটে খাওয়া মানুষেদের অপেক্ষা একটু সহযোগিতার। উত্তরের জেলা রংপুরে এমন অসহায় ১শ’ জনের হাতে আজ ১ সপ্তাহের খাবার তুলে দিয়েছেন কিছু উদ্যোমী তরুণ। হিউম্যান ইফোর্টস ফর লোকাল পিপল (হেল্প)’র ব্যানারে তারা এই সহযোগিতা করেন।
প্রত্যেককে দিয়েছেন ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, হাফ কেজি তেল, হাফ কেজি লবণ, ৪টি সাবান ও ১টি হ্যান্ড স্যানিটাইজার। এসব সাহায্য তারা পৌঁছে দেন সামাজিক দুরত্ব বজায় রেখে।
অসহায়, কর্মহীনদের সহযোগিতা করতে পেরে আনন্দিত হেল্প’র প্রেসিডেন্ট ফাহমিদ হাসিব ফিয়ান। বলেন, অসহায় মানুষদের পাশে বরাবরের মতোই দাঁড়িয়েছে হেল্প। তবে এই দুর্যোগের সময় এটা অতি সামান্য। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে ভবিষ্যতে আরো আমাদের কর্মকাণ্ড বাড়িয়ে নিতে চাই।
তিনি আরও বলেন, ইচ্ছা আছে আপনারা পাশে দাঁড়ালে কয়েকদিনের মধ্যে আবারও তাদের খাবারের ব্যবস্থা করতে চাই।
হেল্প’র কোন নিজস্ব কোন ফান্ড নেই। এটি পরিচালিত হয় পুরোপুরি সহযোগিতায়। এতে কাজ করেন রংপুরের প্রায় ১শ’ শিক্ষার্থী।
আরসিএন ২৪ বিডি ডট কম / ৪ এপ্রিল ২০২০
নিউজ ইনফর্ম : সিয়াম হোসেন
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু