রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী।
তিনি বলেন, ৫ এপ্রিল রবিবার রংপুর বিভাগের ৮ জেলায় মোট ৩ হাজার ৪৫৮ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ইতিমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ২ হাজার ৯৪২ জনকে। বর্তমান হোম কোয়ারেন্টাইন আছেন ৫১৬ জন। যাদের মধ্যে গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন এ গেছেন ৫৮ জন। এরমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১০ জন, হাসপাতালের আইসোলেশনে আছেন ৪ জন, কোভিড-১৯ সনাক্ত হয়েছে গাইবান্ধায় ৫ জন।
তিনি আরও জানান, রোববার কোয়ারেন্টাইনদের মধ্যে রংপুরের ৪৮৪ জনের মধ্যে বর্তমানে ৭৬ জন, পঞ্চগড়ে ৬৯৯ জনের মধ্যে ৪০ জন, নীলফামারীতে ২৭৮ জনের মধ্যে ১৬ জন, লালমনিরহাটে ২০০ জনের মধ্যে ৪৮ জন, কুড়িগ্রামে ৩৪২ জনের মধ্যে৩০ জন, ঠাকুরগাওয়ে ৩০৯ জনের মধ্যে ৬৯ জন, দিনাজপুরে ৭৯৫ জনের মধ্যে ৭২ জন এবং গাইবান্ধায় ৩৫৫ জনের মধ্যে ১৯০ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। বর্তমানে বিভাগটির ৮ জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশফেরত আরও ৫৮ জন। এ নিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫১৬ জন।
আরসিএন ২৪বিডি ডটকম/ ৫ এপ্রিল ২০২০