করোনাভাইরাসে (কোভিড-১৯) সারা বিশ্বে মৃতের সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে। নিহতদের মধ্যে সবার ওপরে রয়েছে ইতালি। এর পরেই রয়েছে চীন। বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে একজন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪২৭ জনের প্রাণহানির সঙ্গে সঙ্গে তারা ছাড়িয়ে গেছে করোনার উৎস চীনকেও। এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে।
এ ভাইরাসের কারণে সারা বিশ্বে মারা গেছে ১০ হাজার ৪৮ জন। তবে আক্রান্তদের মধ্যে ৮৮ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনাভাইরাসে রোগী পাওয়া গেছে বিশ্বের ১৭৯টি দেশে। আর এসব দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন।
এখন পর্যন্ত চীনে ৮০ হাজার ৯৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ২৪৮ জন।
আরসিএন ২৪ বিডি ডটকম , মার্চ ২০, ২০২০
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু
- একদিনে ১৬৯৪ জন করোনায় আক্রান্ত
- রংপুরে করোনা পজেটিভ ১৪ জন পাওয়া গেছে একদিনে