ঢাকা: বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওই বরখাস্তকৃত পুলিশের স্ত্রী ও ভাইয়ের নামে মামলা করে।
৯ ফেব্রুয়ারি (রবিবার ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তাদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। পরোয়ানা তামিলের বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করা হয়েছে।
এর আগে মোট চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের কর্মকর্তা। মামলার অপর দুই আসামি হলেন- ডিআইজি মিজানুর রহমান ও তার ভাগ্নে মাহমুদুল হাসান। বর্তমান দু’জনই কারাগারে আছেন।
গত বছর ২৪ জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
আরো খবর
গত বছর ১ জুলাই শাহবাগ থানা পুলিশ মিজানকে গ্রেফতার করে।এর পরদিন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করা হয়। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক।
জি এম এম /আরসিএন ২৪ বিডি ডটকম /
অনলাইন আপডেট সময়: ০৩: ৫২ পিএম , ফেব্রুয়ারি ০৯, ২০২০