পাপিয়াকে নিয়ে মিথ্যা বানোয়াট-তথ্য প্রচারে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা মামলায় ৪ সপ্তাহের জামিন পেয়েছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
বুধবার (১৮ মার্চ) হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক জাহাঙ্গীর হোসেন এবং মো. রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চ মতিউর রহমান চৌধুরীকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন।
আদালতে মতিউর রহমান চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আর রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম ফজলুল হক।
আদেশের পর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানবজমিনের সম্পাদককে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। একইসঙ্গে আদালত দুটি নির্দেশনা দিয়েছেন।
১. জামিন শেষে মানবজমিন সম্পাদককে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্থন করতে হবে।
২. মামলার তথ্য-প্রমাণ নষ্ট বা বিকৃত করা যাবে না এবং তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে কোনো তথ্য চাইলে তা দিয়ে সহায়তা করতে হবে।’
এর আগে গত ৯ মার্চ রাতে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বাদী হয়ে ‘মিথ্যা সংবাদ প্রকাশ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার’ অভিযোগে মানবজমিনের সম্পাদকসহ ৩১ জনকে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা বহিষ্কৃত যুব মহিলা লীগ নেতা শামীমা নূর পাপিয়াকে নিয়ে মিথ্যা বানোয়াট-তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, অন্যায়ভাবে মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিযুক্তরা তার সম্মানহানি করেছে এবং এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এ ধরনের সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২ মার্চ মানবজমিন পত্রিকায় ‘পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শিরোনাম সংবাদে প্রকাশ করা হয়। সংবাদে পাপিয়া যাদের কথা বলেছেন তাদের কারও নাম উল্লেখ না করে বলা হয়, ‘মন্ত্রী, প্রতিমন্ত্রীও আছেন তালিকায়। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য আছেন ১০ জন। সরকারের সচিব পর্যায়ের কর্মকর্তা আছেন ৫ জন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী আছেন ৬ জন।’
আরসিএন ২৪ বিডিডটকম / ১৮ মার্চ ২০২০
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু