লালমনিরহাট : হাতীবান্ধায় ডিআর এন্টার প্রাইজ নামে একটি চলন্ত বাসের এক যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ১ জনকে আটক হয়েছে।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে। রাতে যৌন হয়রানীর শিকার ওই মেয়ের মা হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন।
স্থানীয় সূত্রমতে, গত মঙ্গলবার ডি আর এন্টার প্রাইজের বাসে ঢাকা থেকে বাড়ি ফিরছিলো ওই মেয়ে। পথে মধ্যে অন্য যাত্রী তার পাশের সিট থেকে নেমে গেলে উক্ত বাসের সুপারভাইজার বাবু তার পাশে গিয়ে বসে এবং তার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে।
এ সময় অন্য যাত্রীরা তা দেখে ফেললে সুপাভাইজারকে ধরে মারধর করে এবং বাসটি ঘুন্টি এলাকায় এলে স্থানীয়রা সুপারভাইজারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় যৌন হয়রানীর শিকার ওই মেয়ের মা মঙ্গলবার রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্ত বাবুকে আটক করে বুধবার (২৫ডিসেম্বর) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ এফ / আরসিএন ২৪ বিডি ডট কম /২০১৯-১২-২5/
আপডেট: ০5:১:২০ পিএম