বরগুনা: সাক্ষীদের হুমকির অভিযোগে বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আসামি রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে তার বিরুদ্ধে পুলিশ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ তদন্তের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান শুনানি শেষে এ নির্দেশ দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু।
চলতি বছরের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরসিএন ২৪ বিডি ডটকম /২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার
অনলাইন প্রকাশিত: ০৭:১৫ পিএম