কুড়িগ্রাম: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মধ্যরাতে কারাদণ্ড দেওয়া বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে ২৫ হাজার টাকা জামানতে জামিন দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল আবেদন করা হয়। আপিল আবেদনটি মঞ্জুর করার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুজাউদ্দৌলার আদালত জামিন শুনানির মাধ্যমে তাকে জামিন দেন।
এসময় রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন- পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন ও অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। ২৫ হাজার টাকা জামানতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর জিম্মায় সাংবাদিক আরিফুলকে জামিন দেওয়া হয়।
আরিফুল ইসলামের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন বলেন, ২৫ হাজার টাকা জামানতে আরিফকে জামিন দেওয়া হয়েছে। তবে মামলাটির আপিল চলমান।
এদিকে কারাগার থেকে বের হয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতজনিত কারণে তাকে সরাসরি কারাগার থেকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আরিফের বড় বোন রিমা আক্তার জানান, জামিনের বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। তারা আরিফের নিঃশর্ত মুক্তি চান।
আরিফুল ইসলামের স্ত্রী মোস্তারিমা সরদার বলেন, মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে ঢুকে আরিফকে পেটানো, জোর করে ধরে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে আরিফুল ইসলামকে মাদকবিরোধী অভিযানের কথা বলে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় মাদকসহ আরিফুল ইসলাম রিগ্যানকে আটক করা হয় বলে দাবি করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।
আরসিএন ২৪ বিডি ডট কম /মার্চ ১৫, ২০২০
আপডেট : ১৪:১১ পিএম
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু