মানিকগঞ্জ:ভ্রাম্যমাণ আদালত মানিকগঞ্জে মাদক সেবন ও ব্যবসার দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত খন্দকার এ আদেশ দেন বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-রফিকুল ইসলাম মবিন (১৮) শহরের পশ্চিম দাশড়া এলাকার মকবুল হোসেনের ছেলে ও এনামুর রহমান রাফসি (১৯) মোহাম্মদ আলীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পশ্চিম দাশড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ডাদেশ দেন।