December 13, 2024
হেরোইন ও অস্ত্র উদ্ধার

প্রায় ৪ কোটি টাকার হেরোইন ও অস্ত্র উদ্ধার

Read Time:3 Minute, 9 Second

দিনাজপুরে বাড়ির উঠানের মাটির নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমান হেরোইন এবং অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩।

আজ (২১ মার্চ ) দুপুরে দিনাজপুর জেলার বিরল থানাধীন দামাইল ঝলঝলি পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার বিরল থানাধীন দামাইল ঝলঝলি পাড়া গ্রামের মোছাঃ ফাতেমা বেগম স্বামী মৃত মতিয়ার রহমানের বাড়িতে দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এক ঝটিকা অভিযান চালায়। আসামিদের প্রাথমিক স্বীকারোক্তি মতে বাড়ির আঙিনার মাটি খুঁড়ে (১কেজি ৫০৭ গ্রাম) হেরোইন, যাহার অবৈধ বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।

হেরোইন ও অস্ত্র উদ্ধার

এসময় দেশীয় অস্ত্র বাটসহ ৩ ফুট লম্বা ৩টি বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল উদ্ধার এবং ঘটনাস্থল থেকে হাতেনাতে ফাতেমার ছেলে মোঃ ফাহিমুর রহমান ফান্টু (২০) ও তার দুই ভাতিজা দিনাজপুর জেলার খানসামা থানার অন্তর্ভুক্ত রামনগর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ২ ছেলে মোঃ সোহেল রানা (২৫) এবং মোঃ শাহীন কবির (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে মাদক ও মালামাল রক্ষনাবেক্ষনের মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক থাকায় তাকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

পলাতক ফাতেমার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরল থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা ও একটি অস্ত্র আইনে মামলার দায়েরের কার্যক্রম অব্যহত আছে।

আরসিএন২৪বিডি.কম / ২১ মার্চ ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পীরগাছা উপজেলায় ৪র্থ পর্যায়ে ১৪৫ গৃহহীন পরিবার গৃহ পাচ্ছে Previous post পীরগাছা উপজেলায় ৪র্থ পর্যায়ে ১৪৫ গৃহহীন পরিবার গৃহ পাচ্ছে
রংপুর শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পথসভা Next post রংপুর শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পথসভা