December 13, 2024
হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Read Time:2 Minute, 50 Second

নীলফামারীর ডোমারে মাদক বিরোধী অভিযানে ৩২০গ্রাম হেরোইন সহ গোলাপী রাবিয়া (৩৮) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে নীলফামারীর ডোমার রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রাজশাহী জেলার পুঠিয়া থানার অন্তর্ভুক্ত গন্ডগোহলী গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী থেকে নীলফামারী জেলার ডোমার অভিমুখী রেল যোগে কতিপয় মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে ডোমার থানাধীন ডোমার রেলস্টেশনে আসছে।

উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল (৬ জানুয়ারি’২৩) সন্ধ্যা থেকে নীলফামারীর ডোমার রেল স্টেশনে অবস্থান নেয়। এরই একপর্যায়ে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ৭ জানুয়ারী রাত আনুমানিক ২টার দিকে যাত্রীদের ছদ্দবেশ ধারণ করে থাকা ১জন মহিলার কাছ থেকে অভিনব কায়দায় পায়ের দুটি হিল স্যান্ডেলের সোলের ভিতর লুকানো অবস্থায় ৩২০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ওই নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হেরোইনের ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করেছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার ডোমার থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

আরসিএন২৪বিডি.কম / ৭ জানুয়ারি ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঠাকুরগাঁওয়ে বন্ধ করা হল অবৈধ ইটভাটা Previous post ঠাকুরগাঁওয়ে বন্ধ করা হল অবৈধ ইটভাটা
পঞ্চগড়ে আবার ঘন কুয়াশার ঢাকা Next post পঞ্চগড়ে ৯.৪ ডিগ্রি তাপমাত্রা