রংপুর ক্রাইম নিউজ,দিনাজপুর:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ মার্চ রোববার রাতে উপজেলার হিলি ধরন্দা এলাকায় নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
বিশেষ সূত্রে, নিহত যুবকের নাম মো. মিঠুন (৩০)। মিঠুন এর বাড়ি উপজেলার হিলি পৌর শহরের চন্ডিপুর গ্রামে তার পিতা শাহাদৎ হোসেন।
দিনাজপুর হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুবুর মরদেহটি উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, মিঠুন রাতের বেলা হেঁটে বাড়িতে ফেরার সময় পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এসময় মিঠুনের গলা তার শরীর থেকে আলাদা হয়ে যায়।
এলাকাবাসীর সূত্রে পাওয়া, মিঠুনের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা পরে
পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আর সি এন২৪বিডি /১২ মার্চ ২০১৮