
আপত্তিকর দৃশ্য দেখার কারণে বন্ধুর হাতে প্রাণ গেল জিয়াবুরের
নেশা গ্রহণের সময় আপত্তিকর দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় প্রাণ দিতে হয়েছে জিয়াবুর রহমানকে। আরেক নেশাগ্রস্ত বন্ধু মোঃ মাসুদ রানা বাটাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাকে।
গতকাল রবিবার ( ২৬ মার্চ) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছে,জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার।
পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ঘাতক মোঃ মাসুদ রানা দক্ষিণ কোতয়ালীর শিকদার হাটে ফার্নিচারের দোকানে কাঠের আসবাবপত্রে তৈরিতে কাজ করতেন।
মাসুদ রানা শিকদার হাট চাউলিয়াপাড়া এলাকার মোঃ জুয়েল কসাইর ছেলে। নিহত জিয়াবুর রহমান (২২) এবং ঘাতক মো. মাসুদ রানা (২২) দুইজনে নেশাগ্রস্ত। তারা উভয়ে এক সাথে ব্যাথা নাশক নেশা জাতীয় টেবলেট ট্যাপেন্টাডল সেবন করতো। এই নেশা গ্রহণ করতে গিয়ে নিহত জিয়াবুরের কাছে ঘাতক মাসুদ রানার ৪,৭০০ টাকা দেনা হয়ে যায়। এই পাওনা টাকা জিয়াবুর ফেরত চাইলে মাসুদ ক্ষিপ্ত হয়ে ওঠে। ধারকৃত টাকা দেয়ার কথা বলে জিয়াবুরকে মার্চ মাসের ২৩ তারিখ সন্ধায় মুঠোফোন এ ডাকে মোঃ মাসুদ রানা।
দিনাজপুর জেলার দক্ষিণ কোতয়ালীর আউলিয়াপুর তাতিপাড়া এলাকার এলাকার পুকুরপাড়ে এক ব্যক্তি’র খড়ের পাশে জিয়াবুর আর মাসুদ এক সাথে সন্ধার পর ব্যাথা নাশক নেশা জাতীয় চারটি টেবলেট ট্যাপেন্টাডল খায়। এ সময় ওই পুকুর ধারেই তারা ২ জনেই একজন যুবক এবং একজন যুবতির অবৈধ মেলামেশার দৃশ্য দেখে ফেলে। জিয়াবুর তার মোবাইল ফোনে এ দৃশ্য ধারন করে ওই অসামাজিক কাজে লিপ্ত কথিত যুবকের কাছে ২০,০০০ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় মোবাইল ফোনটি রেখে দেয়, জিয়াবুর রহমান। জিয়াবুর ওই ফোন বিক্রি করে দিবে বলে মাসুদ রানাকে জানায়। মাসুদ এতে অনেক রেগে যায়। কারণ অসামাজিক কাজে জড়িত যুবক-যুবতি তার আত্মীয়। একারণে মাসুদ মোবাইল ফোনটি নিয়ে বাড়ি হতে টাকা আনার কথা বলে জিয়াবুরকে অপেক্ষা করতে বলে। বাড়িতে মাসুদ মোবাইল ফোনটি রেখে টাকার না এনে কাঠ কাটার বাটাল আনে পরে পুকুর পাড়েই জিয়াবুরকে বাটাল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার পর খড়ের গাদায় রাখে।
পরে শুক্রবার ( ২৪’মার্চ) বিকেলে বিসুশা নামে জনৈক এক ব্যক্তি’র খড়ের গাদার ভেতরে জিয়াবুরের মরদেহ দেখতে পারে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জিয়াবুর রহমান আউলিয়াপুর ইউপির হরিহরপুর কাউয়াপাড়া গ্রামের মোঃ শামসুদ্দীন শাহা ড্রাইভারের ছেলে। পেশায় সে কীটনাশক ব্যবসায়ী হলেও জিয়াবুর মুলত নেশা বিক্রির সাথে জড়িত।
এ ঘটনায় নিহত জিয়াবুরের বড় ভাই মোঃ সাগর মিয়া বাদি হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যা রহস্য উদঘাটনের পাশাপাশি গত শনিবার রাতে আসামি মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
- দিনাজপুরে জালিয়াতি চক্রের দুইজন গ্রেফতার
- প্রধানমন্ত্রীর সাথে মসিউর রহমান রাঙ্গার বৈঠক নিয়ে গুঞ্জন
- বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় ৬ জন আহত
- লালমনিরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে একজনের মৃত্যু
- লালমনিরহাটে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে একজনের আত্মহত্যা
আসামি মোঃ মাসুদ রানার কথা মতে, পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বাটাল,নিহত জিয়াবুরের মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
আসামি মাসুদ রানাকে গত রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।