রংপুর: রংপুর নগরীর চারতলা মোড়ে চাঁদা না দেওয়ার কারণে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা।
আহত ব্যবসায়ী বর্তমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওই এলাকার স্থানীয় দোকান মালিক সমিতি উক্ত ঘটনার প্রতিবাদে সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান ।
আহত বিকাশ ব্যবসায়ীর পিতা আব্দুল হামিদ জানান, বুধবার সন্ধ্যায় নগরীর চারতলা মোড় এসটিআর ট্রেডার্স বিকাশ দোকানের মালিক আমার পুত্র রায়হান কবিরের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় সন্ত্রাসী যুবকরা তারা হলেন সুরাজ, ভিকি, রকি, রবি ও আতিক।
আমার ছেলে ওই সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় তারা প্রথমে হাতাহাতি করেন । একপর্যায়ে সন্ত্রাসীরা আমার ছেলেকে হুমকি দিয়ে চলে যায়। পরে রাত ১১টার দিকে মর্ডান মোড়ে যাওয়ার পথে পিডিবির সামনে সন্ত্রাসীরা তার পথ রোধ করে কুপিয়ে তার কাছে থাকা বিকাশের ১ লাখ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর সূত্র মতে, স্থানীয় যুবকরা সবাই ওই এলাকার পাশে কলোনির বাসিন্দা। এই যুবকরা বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। তাদের অত্যাচারে স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আর তাই আজ উক্ত ঘটনার প্রতিবাদে সকাল থেকে চারতলা মোড় দোকানপাট বন্ধ রেখে সাধারণ ব্যবসায়ীরা সবাই রাস্তায় নেমে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ আশ্বাসে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, এ ঘটনায় এখনও কোন মামলা করেনি ভিকটিমকে। যদি মামলা করেন তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজের বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’
আরসিএন ২৪ বিডি ডট কম / ২৩ জানুয়ারি ২০২০