
জন্মদিনের পরদিনই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০তম জন্মদিনের ঠিক পরের দিন নিজ বাড়ি থেকে উদ্ধার হল কেরালার জনপ্রিয় মডেল তথা দক্ষিণী ছবির অভিনেত্রী সাহানার মরদেহ।
সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মে ) কেরালার কোঝিকোড় শহরে সাহানার বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
সাহানা আত্মহত্যা করেছেন, না কি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলছেন সাহানার মা। তার অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে।
এ বিষয়ে সাহানার মায়ের অভিযোগ, সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।
সূত্রের খবর, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি, এমনটাই অভিযোগ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত।
আরসিএন ২৪ বিডি / ১৪ মে ২০২২
- মাদক বিক্রি করতে এসে ধরা খেলেন একজন
ঠাকুরগাঁওয়ে শ্যামলী পরিবহনের ১টি বাস থেকে মাদকের চালানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার সদর উপজেলা ২৯ মাইল বাজার এলাকার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক হতে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি পুলিশকে জানায়, তিনি প্রায় ঢাকা হতে মাদকের চালান এনে ঠাকুরগাঁওয়ে বিক্রি করতেন।
গ্রেপ্তার রতন মজুমদার (৩৫) ঢাকার কেরানীগঞ্জের বকুল তলা এলাকার বাসিন্দা।
ডিবি সূত্র জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের ১টি বাসে রতন মজুমদার আসছিলেন। এই সময় তাঁর দেহ তল্লাশি করে ৩ টি আলাদা ব্যাগে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানায়, তিনি জব্দ করা মাদকগুলো ঠাকুরগাঁওয়ে বিক্রির উদ্দশ্যে নিয়ে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ারুল ইসলাম আমাদের জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গুলি জব্দ করা হয়। এই ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর রতনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
RCN24BD.COM - ইউএনও গিয়ে দেখলেন ৩ টি শ্রেণিতে নেই কোনো শিক্ষার্থী!
স্কুলে ৩ টি শ্রেণিতে কোনো শিক্ষার্থী ছাড়াই চলছে পাঠদান। এই অবস্থা দেখা যায় দিনাজপুরের খানসামার একটি স্কুলে।খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। পরিদর্শনে ২ টি শ্রেণিতে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি মিললেও বাকি ৩ টি শ্রেণিতে কোন শিক্ষার্থীর দেখা মেলেনি। পরিদর্শনের এই অবস্থার রিপোর্ট উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে জানায় ইউএনও মোঃ তাজ উদ্দিন।
আজ সোমবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউপির কায়েমপুর উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান ইউএনও নিজে।
জানা গেছে, কায়েমপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা মোট ১২৭ জন। বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা মোট ১৩ জন। কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হুদা জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কিছুটা কম। তবে এর আগে শিক্ষার্থীদের উপস্থিতি যথেষ্ট ভাল ছিল।
এই ব্যাপারে খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজ উদ্দিন জানান, কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭ম এবং ৮ম শ্রেণিতে হাতেগনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও বাকি ৬ষ্ঠ, ৯ম এবং ১০ম শ্রেণিকক্ষগুলো পুরোটাই ফাঁকা। ১ জন শিক্ষার্থীও ছিল না। যা কাম্য নয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
- তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে
উজানের পানি ও অবিরাম ৩ দিনের ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামে আবারো সবকয়টি নদীর পানি বেড়েছে। বিশেষ করে তিস্তা নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদসহ অন্যান্য নদ নদীর পানিও অনেকটাই বাড়ছে।
কুড়িগ্রাম স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় যে, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার প্রায় ১০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে আবারো নদী তীরবর্তী মানুষজন বন্যার আশংকা করছেন। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরবর্তী এলাকার আমন চাষীরা। চর ও দ্বীপচরের অনেক নিচু এলাকায় পানি উঠে গেছে।নতুন করে আমন আবাদ তলিয়ে যাওয়া কৃষকরা ক্ষতির আশংকা করছেন।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান, যদি এই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে শীতকালীন মরিচ ও চাল কুমড়াসহ বিভিন্ন শাক সবজির ক্ষতির আশংকা রয়েছে। এছাড়াও সম্প্রতি রোপন করা আমনেরও ক্ষতি হতে পারে। অপরদিকে, নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তা নদী অববাহিকায় দেখা দিয়েছে নদী ভাঙনের। পানি কমে গেলে আবারো ভাঙন বেড়ে যাওয়ার আশংকা করছে নদী পাড়ের মানুষেরা।
এদিকে, রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ২৪ ঘন্টায় এই জেলায় মোট ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা আগামী ২/১ দিন আরো অব্যাহত থাকতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, উজানের পানি ও অব্যাহত ভারি বর্ষণে কুড়িগ্রামে নদীর পানি আবারো বেড়েছে।তবে আতংকিত হওয়ার কারণ নেই। কারন পানি অতি দ্রতই নেমে যাবে। বন্যা পরিস্থিতি সৃষ্টির কোন আশংকা নেই এখন পর্যন্ত।
- রংপুরে গত ২৪ ঘন্টায় ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে
রংপুরে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন মোট ১২ জন। এখন পর্যন্ত সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭৮৮ জন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৭৩ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্তসহ চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা।
- মিঠাপুকুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ নামক জায়গায় রংপুর- ঢাকা মহাসড়কে দিনাজপুরের ফুলবাড়ী হতে রংপুরগামী বাসের চাকা বাস্ট হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আজ সোমবার বিকেল ৪ টা ১৫মিনিটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, এ সময় ঘটনাস্থানে অজ্ঞাত (২৪) ১ জন ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও ১৫/২০ জন আহত হয়েছে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।জানা গেছে, বাসটি এম কে স্পেশাল পরিবহন এর বাস। বাস নম্বর রংপুর- জ-০৪-০০২৪।
Average Rating