রংপুর বদরগঞ্জ-RCN24BD:রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অহিদুল হক(৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক নারীকে আটক করেছে।
বদরগঞ্জ থানায় ওসি (তদন্ত) শাহিনুর আলম জানান, উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়ার আব্দুল মজিদের ছেলে অহিদুলের সাথে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬৩ শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল জ্যেঠাতো ভাই খোকা মিয়ার। শনিবার ওইদিন ওই বিরোধপূর্ণ জমিতে বাড়ি করার জন্য বড়ভাই আফজাল হোসেন বালু বহন করলে ক্ষিপ্ত হয়ে উঠেন জ্যেঠাতো ভাই খোকা মিয়া। রাতে তার পুত্র শফিউলসহ ১০/১২ জন লাঠিসোটা নিয়ে অহিদুল হকের ওপর হামলা চালায়। এসময় লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের শরীরে জখমের চিহ্ন রয়েছে
ওসি জানান, রোববার সকালে ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত ভাতিজা শফিউলের স্ত্রী মাহমুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।