
দিনাজপুরে ইউএনওকে হত্যাচেষ্টা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ কে হত্যা চেষ্টা মামলার ২ তদন্তকারী কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ মে) এ মামলার ধার্য্য তারিখে দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চাঞ্চল্যকর এই মামলার ২ তদন্তকারী কর্মকর্তাকে আগামী ৩০ মে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে সমন জারি করেছেন।
আলাদাভাবে ওই দুই সাক্ষীকে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত পুলিশ পরিদর্শককে আদেশ দেন।
দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৩০ মে তারিখে এ মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার জন্য সমন জারি করেছেন আদালত।
একইদিনে এ মামলার অভিযোগপত্র প্রদানকারী কর্মকর্তাকেও আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য বলা হয়েছে। এই দুইজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলেই চাঞ্চল্যকর এই মামলার যুক্তিতর্ক শুরু হবে।
পুলিশ সূত্রে জানা যায় , এই মামলার ৬১ জন সাক্ষীর মধ্যে ৫৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার পরিদর্শক তদন্ত মমিনুল ইসলাম, অভিযোগপত্র প্রদানকারী তদন্তকারী কর্মকর্তা তৎকালিন ডিবি পুলিশ পরিদর্শক জাফর ইমামের সাক্ষ্যগ্রহণ হলেই মামলার সাক্ষ্য পর্ব শেষ হবে। এরপর মামলা ৩৪২ ধারায় আসামি পরীক্ষা এবং যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করবেন বিচারক।
জানা যায়, ২০২০ সালের ১ সেপ্টেম্বর দিবাগত মধ্য রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদের বরখাস্তকৃত মালি শফিউল ইসলাম (৩৫), তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে হাতুড়ি দিয়ে ওয়াহিদা ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
এ ঘটনায় ওয়াহিদা খানমের ভাই পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দীন শেখ বাদী হয়ে পরের দিন ২ সেপ্টেম্বর ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।
ওই মামলা ডিবি পুলিশ তদন্ত করে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বরখাস্তকৃত মালি দিনাজপুর জেলার বিরল উপজেলার ভীমপুর গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করে।
পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আদালতে অভিযোগপত্র পেশ করেন। মামলার একমাত্র আসামি রবিউল ইসলাম দিনাজপুর কারাগারে আটক রয়েছেন।
আরসিএন ২৪ বিডি / ২৪ মে ২০২২
- মাদক বিক্রি করতে এসে ধরা খেলেন একজন
- ইউএনও গিয়ে দেখলেন ৩ টি শ্রেণিতে নেই কোনো শিক্ষার্থী!
- তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে
- রংপুরে গত ২৪ ঘন্টায় ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে
- মিঠাপুকুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত
আরোও খবর পড়ুন
ইউএনও গিয়ে দেখলেন ৩ টি শ্রেণিতে নেই কোনো শিক্ষার্থী!
স্কুলে ৩ টি শ্রেণিতে কোনো শিক্ষার্থী ছাড়াই চলছে পাঠদান। এই অবস্থা দেখা যায় দিনাজপুরের খানসামার একটি স্কুলে।খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ...
দিনাজপুরের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার
দিনাজপুর জেলার খানসামা হতে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ। ছিনতাইয়ের সঙ্গে জড়িত সকল সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারে অভিযান...
চিরিরবন্দরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু
বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দরে বজ্রপাতে মোঃ রশিদুল ইসলাম বাবু নামে ১ জনের মৃত্যু হয়েছে।নিহত রশিদুল চিরিরবন্দর...
আওয়ামী লীগ ক্ষমতা দখলের রাজনীতি করে নি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আগামী নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ। যদি...
দিনাজপুরে মাদক কারবারি বাড়ি থেকে গাঁজা উদ্ধার
দিনাজপুরে এক মাদক কারবারির বাড়ি থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক কারবারিরটের পেয়ে পালিয়ে যায়।...
হিলিতে ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ
দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় ১টি ট্রাকে অভিযান চালিয়ে মোট ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ করেছেন...
Average Rating