রংপুর: রংপুর নগরীর একটি ক্লিনিকে তিনদিন বয়সী এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে বলে জানা যায় ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর ধাপ এলাকার রোজ ক্লিনিকে এ তিনদিন বয়সী এক নবজাতক দায়িত্বের অবহেলায় মৃত্যু হয় বলে বিক্ষোভ করেন নবজাতকের স্বজনরা।
নবজাতক শিশুর চাচা রাকিব অভিযোগ করেন, শনিবার (১৮ জানুয়ারি) রাত নয়টার দিকে নগরীর নুরপুর এলাকার নিপা বেগম প্রসবজনিত কারণে ওই ক্লিনিকে ভর্তি করা হয় । পরে রাত সাড়ে নয়টার দিকে সিজারের মাধ্যমে নিপার এক মেয়ে শিশুর জন্ম হয় ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালের দিকে নবজাতক ওই শিশু অসুস্থ হলে ক্লিনিক কর্তৃপক্ষকে অবগত করেন ওই শিশু স্বজনরা। কিন্তু সে সময় সেখানে কোনো ডাক্তার না থাকায় নবজাতক শিশু কোনো সুচিকিৎসা না পাওয়ায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরোও জানান, এই ক্লিনিকে কোনো আবাসিক চিকিৎসক নেই। এখানে শুধু নার্স দিয়ে চিকিৎসা করা হয়। আর এর ফলে সময়মতো চিকিৎসা না হওয়ায় এ মৃত্যু হয়েছে। শিশুর চাচা দাবি করে বলে এটি একটি হত্যা।
পুলিশ সদস্যদেরও ডোপ টেস্ট করা হবে- আবিদা সুলতানা
এ বিষয়ে ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক মাহমুদুল হাসান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরসিএন ২৪ বিডি ডট কম / ২১ জানুয়ারি ২০২০
আপডেট : ৫:৩৭: ০৮