লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারীতে নির্মাণাধীন একটি বাড়িতে সেলিনা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বড় কমলাবাড়ী কাছারীপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
সেলিনা একই গ্রামের ছলিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় কুমড়িরহাট এসসি উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসি সূত্র মতে , নিহত সেলিনার বাবা তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পুনরায় অন্যত্র বিয়ে করে সংসার করতো , আর সেলিনা তার মায়ের সঙ্গে নানা মৃত নিজাম উদ্দিনের বাড়িতে থেকে পড়াশোনা করতো। দুপুরে নানা বাড়ির পাশে নির্মাণাধীন একটি পাকা বাড়িতে গলায় ফাঁস নেওয়া
ঝুলন্ত অবস্থায় সেলিনাকে দেখে মরদেহ উদ্ধার করা হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাটে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আরসিএন ২৪ বিডি / সময় ৩.৪০ পিএম, সেপ্টেম্বর ১৬, ২০১৯
অন্য খবর