রংপুর ক্রাইম নিউজ।সাভার (ঢাকা):
রাজধানীর সাভারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে শিশুটির পরিবারের সদস্যরা।
১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে সাভারের হরিনধরা এলাকায় এ ঘটনাটি ঘটে থাকে।
শিশুটির বাবা রানু মিয়া বলেন, বিকালে তার মেয়ে এলাকার এক দোকানে বিস্কুট কিনতে গেলে কৌশলে অজ্ঞাত পরিচয় এক যুবক শিশুটিকে একটি তিনতলা বাড়ির ছাদে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে।
অন্যদিকে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক পালিয়ে যায়। শিশুটি বাড়ি ফিরে স্বজনদের কাছে ঘটনা খুলে বললে স্বজনরা শিশুটিকে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমজাদুল হক বলেন , প্রাথমিক পর্যায়ে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
সাভার মডেল থানা পুলিশ বিষয়টি এখনোও অবগত নয় বলে জানান । তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।