লালমনিরহাট : লালমনিরহাটে পৃথক দুই অভিযান চালিয়ে জেএমবি’র দুইজন দাওয়াতি সক্রিয় সদস্যকে আটক করেছে বরিশালের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ একটি দল।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম বাজার ও কালীগঞ্জ উপজেলার আকিজ বিড়ি বটতলা মোড় থেকে পৃথক দুইটি অভিযানে তাদেরকে আটক করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৮।
আটককৃতরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের পন্ডিতের বাড়ি এলাকার আবুল কালামের ছেলে লাবু হোসেন (২৩) ও কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী নাককাঠি ডাঙ্গা এলাকার মোবারক হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)। দুই জনই জেএমবি’র দাওয়াতি দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৮ এর প্রেস বিজ্ঞাপ্তিতে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের একটি দল বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। এ সময় পাটগ্রাম বাজার থেকে লাবু হোসেনকে আটক করা হয়।
অপর আরেকটি অভিযানে কালীগঞ্জ উপজেলার আকিজ বিড়ি বটতলা মোড় থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করে।
আটককৃতরা জেএমবি’র দাওয়াতি গ্রুপের সক্রিয় সদস্য। তারা পেশার আড়ালে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে জেএমবি’র কার্যক্রম পরিচালনা করছে বলেও দাবি করে র্যাব-৮।
আরসিএন ২৪ বিডি ডটকম /৩১ জানুয়ারি
আপডেট : ৪:৩৫ পিএম
আজকের হাইলাইটস
রংপুর ক্রাইম নিউজ
সত্য কে তুলে ধরেই সত্য প্রকাশ করে থাকি আমরা।
মাদক , ধর্ষণ , নারী নির্যাতন , যৌন হয়রানি , দুর্নীতি , আর্তস্বাদ , অপহরণ ,মিথ্যা মামলা , প্রতরণা ইত্যাদি সব কিছু জানতে আমাদের সঙ্গে থাকুন।