ঢাকা : দেশের চলচ্চিত্র জগতের এবং এক সময়ের বহুল আলোচিত ব্যক্তি ও কথিত গডফাদার আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, গাজা ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এসময় ওই বাসা থেকে দুজনকে আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটকৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি অধিদফতর।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলের দিকে গুলশান-২-এর ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।
তিনি বলেন, অভিযান কালীন সময়ে দুজনকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনো সরঞ্জাম ওই বাসায় পাওয়া গেছে। একই সঙ্গে তার বাসার ছাদে মিলেছে একটি মিনি বার।
তিনি আরও বলেন, বাসাটি আজিজ মোহাম্মদের নামে। তবে বাসাটির দেখাশোনা করতেন তার ভাই এবং বোন। ওই ভবনের চার নাম্বার ফ্লোরে এই ফ্ল্যাটটি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এখানে বিপুল পরিমাণে বিদেশি মদ, সিসা সামগ্রী জব্দ করা হয় । আমরা এখন এগুলো গণনা করছি। অভিযানে দুইজনকে আটক করেছি।
আজিজ মোহাম্মদ ভাই একজন ধনাট্য ব্যবসায়ী। প্রায় ১১টি ইন্ডাস্ট্রির মালিক তিনি। অলিম্পিক ব্যাটারী, অলিম্পিক বলপেন, এমবি ফার্মাসিটিউক্যাল, এমবি ফিল্ম, টিপ বিস্কুট, এনার্জি বিস্কুট ইত্যাদি প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। এছাড়া মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরে রয়েছে তার উঁচু মানের রিসোর্ট।
মূলত আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম উঠে আসছে বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যার পর। কথিত আছে সেই সময়ে সিনেমা জগতে তার একচ্ছত্র আধিপত্য ছিল।
তার সান্নিধ্যে না থাকলে নায়ক-নায়িকা বা যেকোনও পর্যায়ের অভিনেতা-অভিনেত্রী হওয়া দুঃসাধ্য ব্যাপার।
তার পিতার নাম মোহাম্মদ ভাই। মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই। ১৯৪৭ এ দেশভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভুত।
তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক। বাহাইয়ানকে সংক্ষেপে বাহাই বলা হয়। উপমহাদেশের উচ্চারণে এই বাহাই পরবর্তীতে ভাই হয়ে যায়। ধনাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে। ১৯৬২ সালে আজিজ মোহম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানিটোলায়।
আরসিএন ২৪ বিডি / ২৭ অক্টোবর ২০১৯, রবিবার