নীলফামারীতে শীর্ষ নেতা নিষিদ্ধ ঘোষিত ‘আল্লাহর দলের দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ মার্চ) রাতে নীলফামারীর সদর ও জলঢাকা উপজেলার দুটি পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সংগঠনের সমগ্র বাংলাদেশের তত্বাবধায়ক সাইফুল আলমকে (৩৭) জলঢাকা উপজেলার বগুলাগাড়ি এবং সংগঠনের নীলফামারী জেলার প্রচার সম্পাদক জিকরুল আহম্মেদকে (৩২) নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ছাড়ারপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।
গ্রেফতারকৃতদের বিকালে নীলফামারীর আমলী আদালত-৩ (জলঢাকা) এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ রানার আদালতে সোর্পদ্দ করা হবে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন আল্লাহ দলের শীর্ষ দুই নেতাসহ কয়েজন একত্রিত হন নীলফামারী জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ী বারঘড়িপাড়ার জনৈক মিলনের বাড়িতে।
পরে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।
এ সময় সংগঠনের সমগ্র বাংলাদেশের দায়িত্বে থাকা তত্বাবধায়ক সাইফুল আলমকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া রোজারভিটা গ্রামের মৃত আনছার আলীর ছেলে। পরে তার দেওয়া তথ্যে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ছাড়ারপাড় গ্রামের বাড়ি থেকে দলটির নীলফামারী জেলার প্রচার সম্পাদকের দায়িত্বে থাকা জিকরুল আহম্মদকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের ইমান আলীর ছেলে। তাদের কাছ থেকে সংগঠনের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন সেট ও সাতটি সিমকার্ড উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা মূলত ২০০৭ সালে প্রেফতার হওয়া জঙ্গি মতিন মেহেদীর গঠনকৃত ‘আল্লাহ দল’ এর অনুসারী। তারা বড় ধরণের নাশকতার পরিকল্পনায় ওই স্থানে গোপন বৈঠকে বসেছিলন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান , “তাদের বিরুদ্ধে জলঢাকা থানার উপ-পরিদর্শক নিশার আলী তিতুমীর বাদি হয়ে জলঢাকা থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। বিকালে আমলী আদালত-৩ ( জলঢাকা) ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ রানা আদালতে সোর্পদ্দ করার প্রস্তুতি চলছে।’
আরসিএন ২৪ বিডি ডট কম / মার্চ ১২, ২০২০
অনলাইন আপডেট : ৭: ৫৮ পিএম
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু